২৭ নভেম্বর ২০২৪, ১৭:১০

ডেন্টাল ভর্তি প্রস্তুতি | ২০২২-২৩ সালের প্রশ্ন থেকে

ডেন্টাল ভর্তি প্রস্তুতি  © সংগৃহীত

ভর্তিচ্ছুদের প্রস্তুতির সহায়ক হতে দ্যা ডেইলি ক্যাম্পাস নিয়ে এসেছে বিগত বছরের প্রশ্ন। আয়োজনের এ অংশে থাকছে ডেন্টাল এর ২০২২-২৩ সালের সমাধানসহ প্রশ্ন।

1.আমিষ পরিপাকে কাজ করে কোনটি?

(a) অ্যামাইলেজ  
(b) কোলেস্টেরল এস্টারেজ 
(c) সুক্রেজ 
(d) ইলাস্টেজ

2. ২য় প্রতিরক্ষা স্তরের অংশ কোনটি?
(a) জ্বর 
(b) ত্বক 
(c)সিলিয়া 
(d) লিম্ফসাইট  

3. Trivial (Synonym) –
(a) Essentia
(b)Vital
(c)Important
(d)Negligible

4. ৯ মাসের শিশুকে কোন টিকা দেওয়া হয়?
(a) Measles
(b) ) BCG
(c) DPT
(d) OPV

5. যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কি ছিল? 
(a) নৌকা
(b) চাঁদ-তারা
(c) হারিকেন 
(d) কাস্তে

6. গ্লাইকোজেন কোথায় সঞ্চিত হয়? 
(a) অগ্ন্যাশয়
(b) ক্ষুদ্রান্ত
(c) যকৃত
(d) পাকস্থলী 

7. যকৃতে কোন ভিটামিন সঞ্চিত থাকে?

(a) Vit -B1 
(b) Vit -B5
(c) Vit -B6
(d) Vit -B12
8. কোন অ্যান্টিবডি ছত্রাকের সংক্রমন প্রিতিরোধ করে ? 

(a)IgG
(b) IgM
(c) IgE
(d) IgA

9. মস্তিষ্কের সবচেয়ে বড় অংশের নাম কি ?

(a) সেরেবেলাম 
(b) গুরুমস্তিষ্ক 
(c) থ্যালামাস 
(d) পনস 

10. হরমোনের বৈশিষ্ট্য ? 
 
(a) বহি: ক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয় 
(b) অধিমাত্রায় কার্যক্রম 
(c) নি:সৃত হয়ে দূরে কাজ করে 
(d) বৃহত্তম অনু 

11. We shall ------------the work before he comes .

(a) finish 
(b) finished 
(c) have finish
(d) have finished

12. চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় স্থূলতার কারন , চিকিৎসা ও প্রতিরোধ নিয়ে আরোচনা করা হয ? 

(a) ব্যারিয়াট্রিকস 
(b) ই্ওসিনোফিল 
(c) পোডিয়াট্রিকস 
(d) বেসোফিল 

13. দানাবিহীন শ্বেত রক্তকনিকা কোনটি ?  

(a) নিউট্রোফিল 
(b) ই্ওসিনোফিল 
(c) লিম্ফোসাইট 
(d) বেসোফিল 

14.জন্মনিয়ন্ত্রণ এর দীর্ঘমেয়াদী অস্থায়ী পদ্ধতি কোনটি?

(a) কনডম 
(b) ডায়াফ্রাম 
(c) ইমপ্ল্যান্ট
(d) লাইগেশন 

15.রুই মাছের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র –

(a) আড়িয়াল খাঁ
(b) কর্ণফুলি 
(c) করতোয়া 
(d) মেঘনা 

16. Tell me your name .( Make it complex)

(a) Tell me that your name is 
(b) Tell me that is your name
(c) Tell me what your name is 
(d) Tell me what is your name 

17. প্লাজমা সম্পর্কে কোনটি সঠিক ? 

(a) রক্ত গ্রুপিং এর এন্টিজেন থাকে 
(b) বিলিভার্ডিন উৎপন্ন হয় 
(c) জমাট বাঁধতে পারে 
(d) সেরোটোনিন ক্ষরন হয় 

18. AIDS সর্ম্পংকে নিচের কোনটি সঠিক?

(a) শ্যাঙ্কার দেখা যায়
(b) কুচকির লসিকা গ্রন্থি ফুলে যায় 
(c) মাতৃদেহ থেকে গর্ভের সন্তান স্থানান্তরিত হয় 
(d) শরীরের ওজন বেড়ে যায়

19. লাইপেজের কাজ –

(a) দই ও পনির শিল্পে ব্যবহৃত হয় 
(b) স্টার্চ থেকে মদ উৎপাদন 
(c) রক্টত জমাট বাঁধায় 
(d) ঔষধ শিল্পে ঔষধ তৈরীতে 

20. পুং ঘাস ফড়িং এর কোনটি সঠিক ? 

(a) স্ত্রী ঘাসফড়িং এর চেয়ে আকারে বড় 
(b) জননাঙ্গ ৯ম খন্ডকে থাকে 
(c) স্পার্মাথিকা এর প্রজনন তন্ত্রের অংশ 
(d) এরা ওভাম তৈরী করে

21.MY mom had me ____________ milk every day

(a) drinking 
(b) to drink 
(c) drink
(d) drunk

22. কোন মাছ মিঠাপানির এন্ডেমিক ? 

(a) ইলিশ 
(b) ডলফিন
(c) হাঙ্গর
(d) পাবদা 

23. ঘৃতকুমারী কোন ধরনের উদ্ভিদ ?

(a) জলজ 
(b) মরুজ 
(c) মেসোফাইট 
(d) লোনামাটির 

24. নিচের কোনটি ছত্রাকের বৈশিষ্ট্য ?

(a) আড়িয়াল খাঁ
(b) কর্ণফুলি 
(c) করতোয়া 
(d) মেঘনা 

25. নিচের কোনটি ভাইরাসের উপকারিতা?

(a) খাবার সংরক্ষণ
(b) উপকারি ব্যাকটেরিয়া ধ্বংস
(c) পয়: নিষ্কাসন
(d) সামুদ্রিক তেল অপসারণ

26. শৈবালের বৈশিষ্ট্য কোনটি ?

(a) সপুষ্পক 
(b) কোষপ্রাচিীর কিইটিন নির্মিত 
(c) স্বভোজী 
(d) শুষ্ক পরিবেশে জন্মায় 

27. বঙ্গবন্ধু ৬ দফা দাবী উপস্থাপন করে কোথায়? 

(a) করাচি 
(b) ঢাকা 
(c)  ইসলামাবাদ
(d) লাহোর 

28. নিচের কোনটি সঠিক ? 

(a) প্রাধানমূল – পাথরকুচি  
(b) অস্থানিক মূল -বট 
(c) গুচ্ছমূল অর্কিডের মূল 
(d) পরাশ্রয়ী মূল শালগম 

29. নিচের কোনটি ক্রেবস চক্রের বৈশিষ্ট্য ?

(a) শ্বসন কালে ঘটে 
(b) শ্বসনিক বস্তুর আংশিক জারন ঘটে 
(c) CO2 উৎপন্ন হয় না 
(d) উৎপন্ন  ATP – ৪ টি 

 30. PCR এর বৈশিষ্ট্য কোনটি?

(a) দ্বিসূত্রক DNA কে 190° সে. তাপমাত্রায় একসূত্রকে পরিণত করা হয়
(b) RNA পলিমারেজ সম্পূরক সূত্র তৈরী করে দেয় 
(c) In-vivo পদ্ধতি 
(d) কোষ বহির্ভূতভাবে ডিএনএ ক্লোনিংয়ের দ্রুততম পদ্ধতি

 31. খাদ্য পিরামিডের ক্ষেত্রে কোনটি সঠিক? 

(a) রূপান্তর সম্ভব, উর্ধমুখী ও নিম্নমুখী 
(b) চার ধরনের পিরামিড দেখা যায় 
(c) সর্বোচ্চ খাদকের সংখ্যা বেশি 
(d) শক্তির পিরামিডে সবচেয়ে বেশি শক্তি ব্যবহার করে চতুর্থ স্তরের জীব

 32. Which one is the causative verb? 

(a) Help
(b) Right
(c) Read
(d) Select 

 33. সাইট্রিক চক্রে কোনটি সঠিক?  

(a) সাইটোপ্লাজমে সংগঠিত
(b) ২অণু ATP উৎপাদন হয়
(c) CO₂ উৎপন্ন হয় না 
(d) ৪টি NADH-H' উৎপন্ন হয়

34. প্যারেনকাইমা টিস্যুর ক্ষেত্রে কোনটি সঠিক?

(a) ক্ষতস্থান পূরণ করে 
(b) আন্তকোষীয় ফাঁক থাকে না 
(c)কোষ প্রাচীর স্থূল 
(d) খাদ্য পরিবহন করে

35. পেঁপের জীবন রহস্য আবিষ্কার করেন কে? 

(a) এনামুল হক
(b)ফেরদৌসী কাদরী
(c) মাকসুদুল আলম
(d)পারভেজ হ্যারিজ

36. Choose the correct answer-

(a) By whom it is paintedc with?
(b) By whom it is painted?
(c) By whom is it painted with?
(c) By whomis it painted 

 37. গ্লাইকোলাইসিস সম্পর্কে নিচের কোনটি সঠিক? 

(a)  কোষের মাইটোকন্ড্রিয়াতে ঘটে 
(b) কোষীয় শ্বসনের প্রথম ধাপ 
(c) অপর নাম-TCA চক্র 
(d) শ্বসনিক বস্তুর সম্পূর্ণ জারণ ঘটে

 38. জীব বিলুপ্তির কারণ- 

(a) এক্সোটিক ও বিদেশি প্রজাতির অনুপ্রবেশ
(b) জৈবিক সম্পদের ব্যবহার না করা
(c) পরিকল্পিত অবকাঠামো স্থাপন না করা 
(d) পলিকালচার 

39. সেমি মাইক্রো পদ্ধতিতে H2S এর পরিবর্তে কোনটি ব্যবহৃত হয় ?

(a) CH,CSNH₂H₂O
(b) FeS লঘু H₂SO₄  
(c) FeSO, লঘু H₂SO₄
(d) H₂N-CS-NH2+H₂O

40. অগ্নি শিখার সবার উপরের স্তরের নাম কি ?

(a) বিজারণ মণ্ডল স্তরের নাম কি? 
(b) উত্তপ্ত মণ্ডল  
(c)  জারণ শিখা 
(d)  শীতল মণ্ডল  

 41. ওজন স্তর ক্ষয় করে কোনটি?

(a) CF2CI2 
(b) HCI
(c) HFC
(d) HCFC

42. ডাইমিথাইল ইথার ও ইথানল  কোন ধরনের সমানু- 

(a) জ্যামিতিক সমাণু
(b) অবস্থান সমাণু
(c) কার্যকরী মূলক 
(d) অবস্থান সমাণু

 43. কোন যৌগটিতে দুইটি কাইরাল কেন্দ্র বা অপ্রতিসম কার্বন আছে? 

(a) 2-হাইড্রক্সি প্রোপানয়িক এসিড
(b) বিউটেন-2, 3-ডাইঅল
(c) 2-মিথাইল প্রোপানল-2 
(d) বিউটানল-2

44. মুক্তিযুদ্ধে নৌ-কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে?

(a) ২ নাম্বার সেক্টর 
(b) ১১ নাম্বার সেক্টর
(c) ১০ নাম্বার সেক্টর
(d) ৮ নম্বর সেক্টর 

45. কাইরাল কেন্দ্র বিশিষ্ট 2° অ্যালকোহল কোনটি-

(a) 2-মিথাইল-2-বিউটানল
(b) 2-মিথাইল-1-বিউটানল 
(c)  বিউটানল-2
(d) 3-মিথাইল বিউটানল-1 

46. জৈব এসিডের ডিকার্বোক্সিলেশন বিক্রিয়ায় প্রধান উৎপাদন কোনটি –

(a) অ্যালকিন 
(b) অ্যালকাইন   
(c) অ্যালকেন
(d) অ্যালকোহল

47. অ্যামোনিয়া যুক্ত AgNO3 দ্রবন দ্বারা কোনটি শনাক্ত করা যায় ?

(a) অ্যালকিন 
(b)- OH মূলক 
(c) অ্যালডিহাইড 
(d) অ্যালকাইন 

48. The necklace is made of go;ld . Here gold is –

(a) Proper noun 
(b) Common noun 
(c) Collective noun 
(d) Material noun 

49. 16g অক্সিজেন গ্যাসে কয়টি অক্সিজেন অণু থাকে?

(a) 3.011 * 10 ^ 23 টি 
(b) 3.011 * 10 ^ - 23 টি
(c) 2.03 * 10 ^ 22 টি
(d) 2.03 * 10 ^ - 23 টি   

50. 250 cc দ্রবণে 12.75g K2Cr2O7  থাকলে দ্রবণটির মোলারিটি?
(a) 1.7 M
(b) 1.04 M 
(c) 0.17 M
(d) 0.028 M

 51. কোন পদার্থের প্রমাণ দ্রবণের ঘনমাত্রা সময়ের সাথে পরিবর্তিত হয়?   
(a) K₂Cr₂O, 
(b) KMnO 
(c) Na₂CO 
(d) Na₂CO, 

52. Which expression is correct? 

(1) One cattle
(2) Ten head of cattle 
(3) Ten heads of cattle 
(4) One cattles

53. লেড স্টোরেজ ব্যাটারির অভ্যন্তরীণ রোধ কত?

(a) 0.80 ohm
(b) 0.50 ohm
(c) 0.02 ohm
(d) 0.001 ohm

54. ইউরিয়া উৎপাদনে অন্তর্বর্তী কোন যৌগ উৎপন্ন হয়?

(a) CO
(b) NH3
(c) HCONH2
(d) H2N-COONH4

55. BHA-এর পূর্ণরূপ কী?

(a) Butylated hydroxy anisole
(b) Butalated hydroxy acetate
(c) Butahydrated hydroxy anisol
(d) Butahydrated hydroxy amine

56. গাঁজন পদ্ধতিতে ইথানল উৎপাদনে কোনটি ব্যবহৃত হয়?

(a) শ্বেতসার
(b) চিটাগুড়
(c) সেলুলোজ
(d) জাইমেজ

57. বিজোড় ইলেকট্রন সংখ্যার সঠিক ক্রম কোনটি?

(a) Mn²*>Fe²*>Cr3+
(b) Mn²>Cr³ > Fe2+
(c) Fe² > Cr³ > Mn2+
(d) Cr³ > Mn2+ > Fe2+

58. তাপমাত্রার সাথে বিক্রিয়ার হারের সম্পর্ক কিরূপ?

(a) ব্যস্তানুপাতিক
(b) অধিবৃত্তীয়
(c) সমানুপাতিক
(d) পরাবৃত্তীয়

59. He "passed off as a noble man. Here quotations mark "passed off" means-

(a) Pretendent to be
(b) Regarded to be
(c) Thought to be
(d) Same to be

60. কোন প্রক্রিয়াটি তাপোৎপাদী?

(a) বন্ধন বিয়োজন
(b) বাষ্পীভবন
(c) গলন
(d) ঘনীভবন

61. 10% Na₂CO₃ দ্রবণে কত মোল দ্রব আছে?

(a) 0.2
(b) 0.09
(c) 0.11
(d) 0.08

62. 29° তাপমাত্রায় 3gm N₂ এর মোট গতিশক্তি কত?

(a) 403J
(b) 806J
(c) 831J
(d) 1612J

 63. বাংলাদেশ ক্রিকেট এ টেস্ট স্ট্যাটাস লাভ করে কত সালে? 

(a) ১৯৯৭ সালে
(b) ২০০১ সালে
(c) ২০০০ সালে  
(d) ১৯৮৮ সালে 

 64. 250 cc 0.1M H2SO4 দ্রবনে কত গ্রাম H2SO4 থাকে?

 (a) 2.45 g 
 (b) 2.98g 
 (c) 4.52g  
 (d) 5.42g 

65. 1mol CO2, 1mol NaOH থেকে কত গ্রাম Na2CO3 পাওয়া যায়? 

(a) 106g
(b) 53g 
(c) 10.6 g   
(d) 5.3 g 

66. 9.5g FeSO4 কে জারিত করতে 1M KMnO4 দ্রবণের কত ml প্রয়োজন?

 (a) 12.5 mL
 (b) 11.2 ml
 (c) 10.6 mL  . 
(d) 7.5 mL 

67. Identify the correct sentence. 

(a) Someone is knocking in the door.
(b) They have gone for walk
(c) My son does not like the vegetable 
(d) Discuss the matter in detail

68.ব্যাপনের জন্য কোনটি সঠিক ? 

(a) বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে যায় 
(b) কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে যায় 
(c) সমান ঘনত্বে ঘটে 
(d) নিঃসরণ ব্যাপন নয় 

69. কোন জৈব যৌগে H নেই-

(a) মিথেন
(b) হেক্সাক্লোরো বেনজিন 
(c) ইথার   
(d) গ্যামেক্সিন 70.

70. কোন মৌলে ফটো তড়িৎ ক্রিয়া হয় না?  

(a)  সিজিয়াম 
(b) পটাসিয়াম
(c) অ্যালুমিনিয়াম
(d) সোডিয়াম

71. সূচন কম্পাঙ্কের আলোর জন্য ধাতু থেকে নির্গত ইলেকট্রনের বেগ কত?

(a) শূন্য
(b) অসীম
(c) কম
(d) বেশি

72. বর্তমানে খেতাবপ্রাপ্ত বীর বিক্রম কতজন?

(a) ১৭৫ জন
(b) ১৭১ জন
(c) ৬৮ জন
(d) ১৭৪ জন

73. কোনো পরিবাহীর আপেক্ষিক রোধ বাড়ে-

(a) তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে
(b) প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধির সঙ্গে
(c) দৈর্ঘ্য বৃদ্ধির সঙ্গে
(d) প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হ্রাসের সঙ্গে

74. কার্নো চক্রের চতুর্থ ধাপে ঘটে-

(a) সমোষ্ণ প্রসারণ
(b) সমোষ্ণ সংকোচন
(c) রূদ্ধতাপীয় সংকোচন
(d) রূদ্ধতাপীয় প্রসারণ

75. পৃথিবীর কেন্দ্রে সরল দোলকের দোলনকাল-

(a) শূন্য হবে
(b) অপরিবর্তিত থাকবে
(c) অর্ধেক হবে
(d) অসীম হবে

76. কোন ভেক্টরের শুরু এবং শেষ একই স্থানে?

(a) স্বাধীন ভেক্টর
(b) বিপরীত ভেক্টর
(c) সমরেখ ভেক্টর
(d) নাল ভেক্টর

77. কোন দুটি ভেক্টর রাশি?

(a) গতিশক্তি, বেগ
(b) তড়িৎ বিভব, ত্বরণ
(c) কেন্দ্রমুখী ত্বরণ, তাপমাত্রা
(d) তড়িৎ ক্ষেত্র, বল

78. The person who learn language-

(a) Philalates
(b) Philologist
(c) Polyglot
(d) Philosopher

79. 20 m/s বেগে গতিশীল একটি বস্তুর বেগ 2 m/s হারে হ্রাস পায়। থেমে যাওয়ার আগে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে?

(a) 50 m
(b) 200 m
(c) 100 m
(d) 120 m

80. কোনটি লম্বিক তরঙ্গ?

(a) পানি তরঙ্গ
(b) শব্দ তরঙ্গ
(c) আলোক তরঙ্গ
(d) বেতার তরঙ্গ

81. Choose the correct answer.

(a) Idle man cannot prosper in life.
(b) An idle man cannot prosper in life.
(c) The idle man cannot prosper in life.
(d) A idle man cannot prosper in life.

82. দুটি গ্যাসের গড় গতিশক্তি কখন সমান হয়?

(a) তাপমাত্রা বৃদ্ধি পেলে
(b) তাপমাত্রা সমান হলে
(c) তাপমাত্রা হ্রাস পেলে
(d) আয়তন হ্রাস পেলে

83. একটি গোলকের পরিমাপ্য ব্যাসার্ধ (2.5±0.2) cm হলে এর আয়তন পরিমাপের শতকরা ত্রুটি কত?

(a) 24%
(b) 8%
(c) 0.08%
(d) 0.24%

84. কোনো বস্তুর ওজন 50kg। কত উচ্চতায় ওজন অর্ধেক হবে?

(a) 2650 km
(b) 1600 km
(c) 3200 km
(d) 6400 km

85. গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে কোন রাশির উপর?

(a) তাপমাত্রা
(b) চাপ
(c) আয়তন
(d) এনট্রপি

86. "Come here". Choose the correct speech.

(a) He told come here
(b) He told that I go there
(c) He ordered that I go there
(d) He told me to go there

87. গ্যাসের রুদ্ধতাপীয় প্রসারণে শক্তির উৎস হলো-

(a) বাহ্যিক কার্য
(b) অভ্যন্তরীণ শক্তি
(c) তাপ গ্রহণ
(d) তাপ বর্জন

88. পৃথিবীর বিনতি কোণ শূন্য-

(a) চৌম্বক মেরুতে
(b) চৌম্বক নিরক্ষরেখায়
(c) ভৌগলিক মেরুতে
(d) 90° অক্ষাংশে

89. একটি বিচ্ছিন্ন ধনাত্মক আধানের বলরেখাগুলো-

(a) বামাবর্তী
(b) বিপরীত ভেক্টর
(c) লম্বভাবে অন্তর্মুখী
(d) নাল ভেক্টর

90. সরল অণুবীক্ষণযন্ত্রে কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয়?

(a) সোজা ও খর্বিত
(b) উল্টো ও বিবর্ধিত
(c) সোজা ও বিবর্ধিত
(d) উল্টো ও খর্বিত

91. I know the time when he will come. Here "when he will come" is -

(a) Adjective clause
(b) Noun clause
(c) Adverbial clause
(d) Principal clause

92. ব্যতিচার এক ধরনের-

(a) প্রতিসরণ
(b) সমবর্তন
(c) উপরিপাতন
(d) অপবর্তন

93. নিউট্রিনো নির্গত হয়?

(a) পরমাণু উত্তেজিত হলে
(b) গামা নির্গমনের সময়
(c) বিটা ক্ষয়ের কারণে
(d) ফোটন শোষণের সময়

94. নিচের কোন তড়িৎচুম্বকীয় কম- বিকিরণের কম্পাঙ্ক সবচেয়ে

(a) অবলোহিত
(b) গামা
(c) অতিবেগুনি
(d) এক্স-রে

95. Incapable of being explained-

(a) Inexplicable
(b) Undeniable
(c) Inviolable
(d) Inconvenient

96. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ কোনটি?

(a) সেনেগাল
(b) ইরাক
(c) মালয়েশিয়া
(d) মালদ্বীপ

97. স্বাধীনতার পূর্বে কত শতাংশ মানুষ বাংলায় কথা বলতো?

(a) ২৫%
(b) ৫৬%
(c) ৩.৬%
(d) ৫০%

98. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়?

(a) ১৯৭১ সালে
(b) ১৯৬৬ সালে
(c) ১৯৭০ সালে
(d) ১৯৬৯ সালে

99. বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি?

(a) জাতীয় জাদুঘর
(b) বরেন্দ্র জাদুঘর
(c) মুক্তিযুদ্ধ জাদুঘর
(d) কৃষি জাদুঘর

100. দেশের সর্ববৃহৎ স্থলবন্দর কোনটি?

(a) বেনাপোল
(b) হিলি
(c) ছোট সোনা মসজিদ
(d) ভোমরা

উত্তরসমূহ: 1.D 2.A 3.D 4.A 5.A 6.C 7.D 8.D 9.B 10.C 11.D 12.A 13.C 14.C 15.A 16.C 17.C 18.C 19.A  20.B 21.C 22.D 23.B 24.A 25.A 26.C 27.D 28.B 29.A 30.D 31.A 32.A 33.B 34.D 35.C 36.D 37.B 38.A 39.A 40.C 41.A 42.C 43.B 44.C 45.C 46.C 47.C 48.D 49.A 50.C 51.B 52.B 53.D 54.D 55.A 56.A 57.A 58.C 59.A 60.D 61.B 62.A 63.C 64.A 65.B 66.A 67.D 68.A 69.B 70.C 71.A 72.A 73.A 74.C 75.D 76.D 77.D 78.B 79.C 80.B 81.B 82.B 83.A 84.B 85.A 86.D 87.B 88.B 89.D 90.C 91.A 92.C 93.C 94.A 95.A 96.B 97.B 98.D 99.B 100.A